চাষাড়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলা

Rezowan 2016-06-17

Views 3

নারায়ণগঞ্জের চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলার ১৫ বছর আজ। সে দিনের ওই হামলায় নিহত হয় ২০ জন, আহত হয় অর্ধশত। দীর্ঘদিনেও বিচার কাজ শেষ না হওয়ায় স্বজন হারানোর ব্যথা বুকে চেপে নীরবে কাঁদছে হতাহতদের পরিবার।

২০০১ সালের ১৬ জুন, চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় নিহত হয় ২০ জন। আহত হয়েছিল অর্ধ শতাধিক নেতকর্মী, যাদের অনেকেই হয়েছেন পঙ্গু।

বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৭ জনকে আসামি করে ঘটনায় পরদিন দুটি মামলা হয়। ২২ মাস পর ২০০৩ সালের এপ্রিলে চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, আসামিদের এতে জড়িত থাকার কোন প্রমাণ মেলেনি। পরবর্তীতে ২০০৯ সালে মামলাটি পুনরুজ্জীবিত করে সুষ্ঠুভাবে তদন্ত ও নিষ্পত্তির জন্য সরকারকে নির্দেশ দেন আদালত।

এ হামলার দ্রুত বিচার চান নিহত ও আহতদের পরিবার।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS