নাটোরের ছাতনী গণহত্যা দিবস আজ (৪ জুন)। ৭১ এর এই দিনে পাকিস্তানী হানাদারবাহিনী তাদের এদেশীয় দোসরদে সহায়তায় ৪শ নিরীহ বাঙালীকে হত্যা করে। যা ইতিহাসের নৃশংস ও হৃদয় বিদারক ঘটনা। শহীদ পরিবারের সদস্যরা প্রতিবছর দিনটি শ্রদ্ধাভরে স্মরণ করলেও স্বাধীনতা ৪৫ বছরেও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি।
একাত্তরের সালের এদিন হানাদারবাহিনী ও কয়েকশ বিহারী ছাতনী গ্রামসহ আশপাশের ১০টি গ্রামে ঢুকে ঘুমন্ত মানুষদের ধরে স্লুইচ গেটে এনে জড়ো করে। প্রথমে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে ও গলাকেটে করে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করতে মুখে এসিড দিয়ে ঝলসানো হয়। পরে এসব শহীদদের লাশ ছাতনী স্লুইচ গেটসহ আশেপাশের পুকুর ও ডোবায় মাটিচাপা দেয়া হয়।
স্থানীয় শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের দাবি ছাতনী গণহত্যা দিবসকে সরকারীভাবে স্বীকৃতির।