যেই ধর্মের অজুহাতে মানুষকে নেংটা করে ছাড়ে সেটা হল হিন্দু ধর্ম ।

Rajputro Younus 2016-05-28

Views 40

যেই ধর্মের অজুহাতে মানুষকে নেংটা করে ছাড়ে সেটা হল হিন্দু ধর্ম ।হিন্দুদের মহাপবিত্র কোমভ মেলার চিত্র যা ভিডিওতে দেখলেন । সম্পূর্ন বিবস্ত্র হয়ে গোসল করলে সব পাপ দূর হয়ে পরিষ্কার হয়ে যাবে এই হল হিন্দুদের নোংরা বিশ্বাস । এই ভিডিওতে গোসলের ঠিক আগ মুহুর্তে করা যখন কাদা মেখে প্রস্তুতি নিচ্ছিল । কারন গোসলের সময় মহিলারাও থাকে ফলে পরিস্হিতি ভয়াবহ হয় ।আমার সহযোগি ফটোগ্রাফার থেকে বাছাই করে দুটি ভিডিও নিয়েছি যা অন্যগুলোর চেয়ে শালীন ।অশ্লীলতা আর বেহায়াপনার এক বিশ্বকোষের নাম হল হিন্দু ধর্ম এই ব্যাপারে কারো আপত্তি থাকার কথা নয় । আমি ধর্মকে আঘাত করছি না । বরং আমি হিন্দু সরল মানুষগুলোকে বলব আপনাদেরকে কতটা বোকা বানিয়ে নেংটা পর্যন্ত করে ছেড়ে দিয়েছে আপনার নিজেকে আপনার মা আপনার বোন আপনার স্ত্রীকে ধর্মের বিধানের নামে । আমি মূলত দাওয়াত দিচ্ছি আপনারা এই নোংরা ধর্ম ত্যাগ করে সত্য সুন্দর ধর্ম ইসলামে প্রবেশ করুন । ইসলাম আপনার মা বোন স্ত্রীকে শত শত পরপুরুষের সামনে গোসল করার মত বেইজ্জতের ব্যবস্হা করে না । বরং পর্দায় ইজ্জতের সাথে রাখার নৈতিকতা শেখায় । পূন্যের লোভ দেখিয়ে মহাপাপের সম্মেলনের ব্যবস্হা হল এই কোমভ । অতএব অনুধাবন করুন ।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS