আজ ১৬ মে; ঐতিহাসিক ফারাক্কা দিবস। ভারতে এক তরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে ফারাক্কা অভিমুখে লংমার্চ হয়। নেতৃত্ব দেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ফারাক্কার বিরূপ প্রভাবে উত্তরাঞ্চলসহ সারাদেশের কৃষি, শিল্প, বন ও নৌ-পরিবহন ব্যবস্থা ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন।
১৯৭৪ সালের ১৬ মে মুজিব-ইন্দিরা চুক্তির মাধ্যমে ফারাক্কা বাঁধ চালু হয় ১৯৭৫ সালে। কিন্তু চুক্তি অনুযায়ী ভারত কখনই পানি দেয়নি। পানির এই ন্যায্য হিস্যর দাবিতে ১৯৭৬ সালের ১৬মে মওলানা ভাসানি বিশ্ব জনমত গড়ে তোলার জন্য লংমার্চ করেন। কিন্তু কোন লংমার্চ, বৈঠক বা চুক্তিতেও সেই সমস্যার সমাধান হয়নি।
এ কারণে কৃষির সঙ্গে জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়েছে। ১৯৯৬ ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি করে সরকার। তবে সে অনুযায়ী পানি পায়নি বাংলাদেশ।
২০২৬-এ শেষ হবে গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ। নবায়নের সময় পানির প্রাপ্যতা নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের।