রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে কুপিয়ে হত্যা

Rezowan 2016-04-23

Views 9

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে গলায় কোপ দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে মহানগরীর শালবাগান এলাকায় তাকে হত্যা করা হয়। এর সঙ্গে কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশের ধারণা, উগ্রপন্থীরা এর সঙ্গে জড়িত। এদিকে, শিক্ষক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
প্রতিদিনের মত শনিবার সকালেও বাসা থেকে বের হয়ে শালবাগান এলাকার বটতলা মোড়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকী। এ সময় মোটরসাইকেলযোগে দু-তিনজন দুর্বৃত্ত পেছন থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এই হত্যাকান্ড নিয়ে মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান......
এদিকে, হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ক্যাম্পাস ও ঢাকা-রাজশাহী মহাসড়কে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
এর আগে, একই বিশ্ববিদ্যালয়ে আরো ৩ শিক্ষক হত্যার ঘটনা ঘটে।

২০১৪ সালের ১৫ নভেম্বর অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম
২০০৬ সালের ১ ফেব্রুয়ারি অধ্যাপক এস তাহের
২০০৪ সালের ২৪ ডিসেম্বর অধ্যাপক মোহাম্মদ ইউনুস

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS