সুনামগঞ্জে লোক উৎসব

Rezowan 2016-04-10

Views 13

প্রখ্যাত চার লোককবি হাছন রাজা, রাধারমণ দত্ত, বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও দূর্বীণ শাহ স্মরণে সুনামগঞ্জের চলছে চার দিনের লোক উৎসব। এ আয়োজনে গান ও আলোচনার মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে বাংলার লোক সংস্কৃতির এ চার দিকপালকে।

চারণ কবিদের মরমী গানের বাণী ও সাদাসিদা জীবণাদর্শ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে সুনামগঞ্জে চলছে লোক উৎসব। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে হাছন রাজা, রাধারমণ দত্ত, শাহ আব্দুল করিম ও দূর্বীণ শাহের গান পরিবেশন করা হয়।

উৎসবের গান, নৃত্যনাট্য আর আলোচনার মধ্য দিয়ে তুলে ধরা হয় চার সাধকের জীবনের বিভিন্ন দিক।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ উৎসব শেষ হবে রোববার।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS