বাংলা নববর্ষের অনুষ্ঠানে নাশকতা চালাতেই বগুড়ার শেরপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ২ জন নিহত হয়। সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমন দাবি করেন, আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। দিনভর অভিযানে পাওয়া যায় গ্রেনেড, বোমা, বিদেশী পিস্তল ও এর গুলি।
শেরপুর উপজেলার কুঠিরভিটা এলাকার একটি বাড়িতে রোববার রাতে বোমা বিস্ফোরণে দুজন নিহত হয়। সোমবার সকালে জেলা পুলিশের সহায়তায় অভিযান চালায় ঢাকা থেকে যাওয়া কাউন্টার টেরোরিজম ট্রান্স ন্যাশনাল ক্রাইম ডিভিশন।
এ সময় ওই বাড়ি থেকে ২০টি হ্যান্ড গ্রেনেড, ৪টি বিদেশি পিস্তল, ৪০ রাউন্ড গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা বাংলা নববর্ষে নাশকতার উদ্দেশে বোমাগুলো বানানো হচ্ছিল।