লাইভ অনুষ্ঠান থেকে দৌড়ে পালালেন বিউটি

News Entertainment 2016-04-04

Views 18

আজ ভূমিকম্পের কবলে পড়েছিল বাংলাদেশ। কিছু সময়ের ব্যবধানে কয়েকবার কেঁপে উঠেছিল ঢাকা সহ গোটা দেশ। এসময় একুশে টেলিভিশনের একটি লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ক্লোজআপ তারকা সংগীতশিল্পী বিউটি। ঐ মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে বিউটি বলেন, জীবনের অন্যতম ভয়ংকর একটি মুহূর্ত পার করলাম আজ। শুধু আমিই নই, বাংলাদেশের সবাই আজ এই ভয়ংকর মুহূর্ত পার করেছে। আমি সেই সময় লাইভ অনুষ্ঠানে ছিলাম বলে হয়ত আমি সবার নজরে পড়েছি।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS