প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিচ্ছিন্ন সহিংসতায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকশ। মঙ্গলবার রাতে পিরোজপুরের মঠবাড়িয়ার ধানিশাপা ইউনিয়নে ভোট গনণার সময় সংঘর্ষে জড়িয়ে দু’পক্ষের ৬ জন নিহত হয়েছে। টেকনাফের শাহপরীর দ্বীপে দুইজন নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে অনন্ত ৩০ জন। পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় সিরাজগঞ্জের রায়গঞ্জের বিজয়ীর মা নিহত হয়েছেন। নেত্রকোনার খালিয়াজুরীর একটি কেন্দ্রে ভোট গণনার সময় সংঘর্ষে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী গোলাম আবু ইছহাকের ছোট ভাই গোলাম আবু কাওসার নিহত হয়েছেন। ঝালকাঠির নবগ্রামে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আবুল কাশেম সিকদার নামে এক জন নিহত হয়েছে। এছাড়া পটুয়াখালীতে মারা গেছে ১ জন।