রাজশাহীতে আমের বাম্পার ফলনের সম্ভাবনা

Rezowan 2016-03-15

Views 0

সুমিষ্ট আমের জেলা রাজশাহী। ফাগুনের আগমনে তাই মুকুলের মৌ মৌ ঘ্রান ছড়িয়ে আছে পুরো জেলা জুড়েই। বাগানীদের ব্যস্ত সময় কাঁটছে গাছ আর মুকুল পরিচর্যায়। কৃষি বিভাগের প্রত্যাশা আবহাওয়া অনুকূলে থাকলে, ভালো ফলন মিলবে এ বছর। প্রতিনিধি মেহেদী হাসান শ্যামলের তথ্য-চিত্রে রেজওয়ান করিমের ডেস্ক রিপোর্ট।

প্রকৃতিতে বইছে ফাগুনের হাওয়া। আর সে হাওয়ায় আমের ফুল মুকুলে মাতাল করা ঘ্রান। মুকুলে ছেয়ে আছে আম গাছগুলো। এই চিত্র রাজশাহী জেলার সব আম বাগানেরই।

সুমিষ্ট স্বাদ আর মানসম্মত গঠন নিশ্চিত করতে এসময়টা আমচাষীদের কাটে মুকুল পরিচর্যায়। হোপার পোকা ও ছত্রাক মুক্ত রাখতে চলছে প্রতিষেধক ছিটানো।

তবে দ্রুত পচনশীল এই আম হিমাগারের অভাবে সংরক্ষণে ব্যর্থ হচ্ছেন বাগানীরা।
এবছর জেলার সাড়ে ১৬ হাজার হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫শ’ ৭৯ মেট্রিক টন।

পরিবেশ রক্ষায় কীটনাশ ব্যবহারের ক্ষেত্রে আম ব্যবসায়ীদের সতর্ক হওয়ার আহবান জানিয়েছে কৃষি বিভাগ।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS