কোন তিন শ্রেণীর মানুষ সম্পরকে আল্লাহ্র রাসুল সঃ বলেছেন, তারা কখনও জান্নাতে যাবে না ?
- শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
:
আল্লাহ্ বলেনঃ
'হে নবী ! আপনি বলুন, হক্ক আপনার প্রতিপালকের পক্ষ থেকে আসে। এতএব যার ইচ্ছা বিশ্বাস করুক, যার ইচ্ছা অমান্য করুক। নিশ্চয়ই আমি অত্যাচারীদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি, যা তাদেরকে পরিবেস্টন করে থাকবে।' (সূরা ইসরা ২৯)
:
জাবির রাঃ বলেন,
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন তখন তাঁর দুই চোখ লাল হয়ে যেত। তাঁর কণ্ঠ উঁচু হত এবং তাঁর ক্রোধ বেড়ে যেত।
(মুসলিম, মিশকাত হা/১৪০৭। বাংলা মিশকাত ৩য় খন্ড, হা/১৩২৩)
#নিয়মিত_বিড়ি_সিগারেট_জর্দা_সহ_নেশাদার_দ্রব্য_পান_করবে_সে_জান্নাতে_যাবে_না
#যে_বেক্তি_নিজের_বাড়িতে_বেহায়াপনা_সুযোগ_দেয়_সে_জান্নাতে_যাবে_না
#পুরুষের_বেশধারী_নারী_জান্নাতে_যাবে_না