জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর চির গৈরিকধারী।
তরুণ যোগী শ্রীরামকৃষ্ণ ব্রত সহায়কারী।
যজ্ঞাহুতির হোমশিখা সম,
তুমি তেজস্বী তাপস পরম।
ভারত অরিন্দম নম নম,বিশ্বমঠ বিহারী।
তরুণ যোগী শ্রীরামকৃষ্ণ ব্রত সহায়কারী।।
মদগর্বিত বলদর্পির দেশে মহাভারতেরও বাণী।
শুনায় বিজয়ী ঘোচালে স্বদেশের অপযশ,গ্লানি।
ভারতে আনিলে তুমি নব বেদ,
মুছে দিলে জাতি, ধর্মেরও ভেদ।
জীবে ঈশ্বরে অভেদ আত্মা,জানাইলে উচ্চারি।
তরুণ যোগী শ্রীরামকৃষ্ণ ব্রত সহায়কারী।।
- কাজী নজরুল ইসলাম