Bangla News Today ডেবিট কার্ড থেকে প্রতারণা BRAC Bank 23 Feb 2016 Somoy tv
জালিয়াতি করে এটিএম বুথ থেকে টাকা তোলার রেশ কাটতে না কাটতেই এবার ডেবিট কার্ড থেকে প্রতারণা করে কেনাকাটার অভিযোগ পাওয়া গেছে।
বেসরকারি ব্র্যাক ব্যাংকের গ্রাহক প্রীত রেজা দাবি করেন, গত শনিবার ডেবিট কার্ড তার পকেটে থাকলেও কার্ড থেকে প্রায় ২৫ হাজার টাকা কেনাকাটার একটি খুদে বার্তা আসে তার মোবাইলে।
এ বিষয়ে তাৎক্ষনিকভাবে তিনি ব্যাংকের কাস্টমার কেয়ারে অভিযোগ করেন। দেশে সোয়া ৪ কোটি ব্যাংক হিসাব গ্রাহকের মধ্যে প্রায় ৯৫ লাখ এটিএম কার্ড ব্যবহারকারী রয়েছেন। গত এক দশকে বাড়ছে সব ধরনের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা। কিন্তু সম্প্রতি জালিয়াতির ঘটনায় চ্যালেঞ্জের মুখে পড়েছে অনলাইন ব্যাংকিং সেবা।
ব্যাংকের তথ্যভাণ্ডার হ্যাকিং এবং মোবাইল ব্যাংকিংয়ে সিম ডুপ্লিকেট, ক্লোনিং, ব্লক, কল ডাইভার্টসহ নানা ভাবে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় সাম্প্রতিক সময়ে আস্থার সংকট তৈরি হয়েছে এ পদ্ধতিতে।