দিনাজপুরের ইসকন মন্দিরে বোমা হামলা

Rezowan 2016-03-11

Views 10

12-12-2015
দিনাজপুরে কাহারোলে মন্দিরে হামলার ঘটনায় আটক শরীফুল ইসলামকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে বোমা ভর্তি ব্যাগসহ জয়নন্দ ইসকন মন্দির এলাকা থেকে জনতা তাকে আটক করে পুলিশে দেয়। এর আগে ধর্মীয় সভা চলার সময় অজ্ঞাত কয়েকজন বোমা হামলা ও গুলিবর্ষণ করে দুইজনকে আহত করে।
কাহারোল উপজেলার জয়নন্দ ডহচী ইসকন মন্দিরে জন্মাষ্টমি উপলক্ষে বৃহস্পতিবার রাতে ধর্মসভা চলছিল। এ সময় অজ্ঞাত পরিচয় কয়েকজন দুর্বৃত্ত প্রথমে দুই রাউন্ড গুলি ছোড়ে। পরে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এ ঘটনায় আহত ২ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হামলায় জড়িত থাকার অভিযোগে আটক দুই জনের মধ্যে শরিফুল ইসলামকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ইস্কন ভক্তরা। এসময় হামলায় জগিতদের শাস্তি দাবি করেন তারা।
এর আগে ৪ ডিসেম্বর রাতে একই উপজেলার কান্তজিউর মন্দিরে বোমা হামলায় ১০ জন আহত হয়েছিল।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS