01_12_2015
রাজধানী সংলগ্ন গাজীপুরে বেড়েই চলেছে নারীর প্রতি সহিংসতা। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের মতে শিল্প কারখানায় সিংহ ভাগ শ্রমিকই নারী হওয়ায় বাড়ছে ধর্ষণ আর নির্যাতনের ঘটনা।
গাজীপুরের কালিয়াকৈরে এক নারীর উপর এভাবেই অমানবিক নির্যাচন চালানোর দৃশ্য প্রচার করে গণমাধ্যম। গ্রেফতার হয় এক আসামীও।
একই এলাকায় এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা করে স্বামী। আর টঙ্গীতে আরেক নারীর দু’চোখ উপড়ে নেয় তারই তৃতীয় স্বামী। এমনই পারিবারিক সহিংসতার ঘটনা গাজিপুরে ঘটছে অহরহই।
পুলিশের পরিসংখ্যানে গত ছয় মাসে যৌতুকের দাবিতে পারিবারিক সহিংসতায় নির্যাতিত হয়েছে ৬১ জন। প্রাণ হারিয়েছে ৫জন। ধর্ষনের শিকার হয়েছে ৭৭ নারী, যাদের মাঝে ৩ জনকে খুন করা হয়। এর বাইরেও অপমৃত্যু ঘটেছে ১৪৪ নারীর। নারীর প্রতি এই ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে গাজীপুরের জেলা পুলিশ সুপার বলেন;
তবে আইনজীবীদের ভাষ্য মতে এর পেছনে আইনী দূর্বলতাই মূখ্য কারন।