সাভারের হেমায়েতপুর, তেঁতুলঝড়া, ভাকুর্তার লুটেরচর, বিরুলিয়া ও আশুলিয়ার পলাশবাড়ী, শ্রীপুর, এনায়েতপুর, জিরাবো, নয়াপাড়াসহ বিভিন্ন মহল্লায় গ্যাস চুরিতে যেন মত্ত ঠিকাদাররা। রাতের অন্ধকারে এসব এলাকায় দেয়া হচ্ছে গ্যাস সংযোগ।
ভুক্তভোগীদের অভিযোগ, বৈধভাবে গ্যাস সংযোগ দেয়ার কথা বলে ৪০ থেকে ৫০ হাজার করে টাকা নিলেও লাইনের কাজ করছে রাতের আধারে।
আশুলিয়ার শতাধিক পয়েন্টে আবাসিক খাতে কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ থাকলেও অজ্ঞাত কারণে ব্যবস্থা নিচ্ছে না তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এদিকে মাঝেমধ্যে ভ্রাম্যমান আদালত অভিযান চালালেও আটক করা হয়নি এসব অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারী ঠিকাদারদের।