বই মেলা ২০১৬

Rezowan 2016-02-17

Views 3

প্রকৃতিতে বসন্তের রং। মনে ভালোবাসার উদ্মামতা। তাইতো হৃদয়ের সঙ্গে হৃদয় মেলাতে আজ প্রানের মেলায় ভীড় একটু বেশী। তবে এ মেলার মূল উদ্দেশ্য বই বিক্রি বা লেখক-পাঠক যোগসূত্র হলেও এখন তা অনেকটা ফিকে হয়ে গেছে। প্রিয়জনকে নিয়ে ঘোরাঘুরির স্থানও এই বই মেলা।
সময়টা ফাগুন, দিনটি ভালোবাসা দিবস। সেজন্যই প্রিয়জনের হাতে প্রিয় লেখকের নতুন বই তুলে দিতে অনেকেই ছুটে আসেন মেলায়।
প্রিয় মুহূর্তটি ধরে রাখতে কেউ কেউ ব্যস্ত সেলফিতে। বইমেলার ১৪ তম দিনে এমন মূহুর্ত ছড়িয়ে ছিল বাংলা একাডেমী ও সোহরাওয়ার্দী উদ্যানে।
রুচি আর পছন্দ মত বইয়ের খোঁজ পেয়ে খুশি কোন কোন পাঠক। আর পাঠকের আকর্ষন ও চাহিদার বিষয়টি নিয়ে সন্তোষ লেখক ও প্রকাশকরা।
এদিকে সামিয়ার রহমানের সম্পাদনায় কুতর্ক বিতর্কে গণমাধ্যম শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এদিন মেলায় নতুন বই আসে ৯৩টি।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS