পর্দায় নয়, বাস্তবে বাংলাদেশের যে অভিনেত্রী ব্যাগে কনডম নিয়ে ঘুরে বেড়ান (দেখুন ভিডিওতে)
অভিনেত্রী মুমতাহিনা টয়া সকল মেয়েকে ধর্ষকদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের ব্যাগে সব সময় কনডম রাখার পরামর্শ দিয়েছেন। তার নিজের ফেসবুক একাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি জানান যে মিডিয়াতে, রাস্তা ঘাটে, সামাজিকভাবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে মেয়েরা যে কি পরিস্থিতির শিকার হতে হয় তা বলে প্রকাশ করা যাবেনা। সেখানে ব্লক বা কমেন্ট মুছে ফেলা সহ নানামুখি বাজে মেসেজের স্বীকার হতে হয়। তার মতে প্রত্যেক নারীর তার ব্যাগে কনডম রাখা উচিৎ।
তিনি জানান যে হয়ত ব্যাগে ছোরা রেখে হয়ত দু চার জনকে ঠেকানো সম্ভব। কিন্তু যদি ১৫ থেকে ২০ জন হামলা করে তখন? এজস্য অনাকাঙ্খিত পেগনেন্সি এড়ানোর জন্য চাকুর বদলে কনডম রাখলে অন্তত পরবর্তী ঝামেলা এড়ানো সম্ভব।