FORIGN KILL - রাজধানীতে ইতালিয় নাগরিক হত্যা মামলারও তেমন অগ্রগতি নেই

News Entertainment 2015-10-21

Views 45

রাজধানীতে ইতালিয় নাগরিক হত্যা মামলারও তেমন অগ্রগতি নেই। এ কথা জানিয়েছেন, ডিএমপি'র অতিরিক্ত কমিশনার মারুফ হাসান খাঁন। তবে এ ধরনের ঘটনা যাতে আগামীতে না ঘটে সেজন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলে আশ্বস্ত করেছেন তিনি।। বাংলাদেশে অবস্থানরত বিদেশী নাগরিকদের মধ্যে আতঙ্ক দূর করতে বিকেলে অনুষ্ঠিত নিরাপত্তা মহড়া শেষে সাংবাদিকদের তিনি এসব জানান। বিস্তারিত জানাচ্ছেন আনজাম খালেক।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS