লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক।
দেখুন আল্লাহর ইচ্ছায় হৃদপিন্ড কিভাবে মানুষকে বাঁচিয়ে রাখে। প্রতিটা সময় আমরা আল্লাহর নিয়ামতের উপর পুরোপুরি নির্ভরশীল। দুনিয়াটা পরিক্ষার কেন্দ্রস্থল। বিশ্বাসী অবিশ্বাসী সবাই ইচ্ছায় অনিচ্ছায় পরিক্ষার মধ্যেই সময় পার করতেছি। এসেছি একা যাবোও একা। তাই আল্লাহ, বাস্তব দুনিয়ার মতো হাজারো গুন বেশি পরকালের কঠিন বাস্তবতার সময় তোমার দয়ার ভিক্ষার আবেদন জানাচ্ছি।