পুলিশের সাজোয়া যানে ঢিল এবং পরবর্তী দৃশ্যপট: পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচিতে শুরু হয় রোববার দুপুর ১২টার দিকে।
বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। প্রথমে মিছিলটি ঢাবি ক্যাম্পাস ঘুরে শাহবাগ দিয়ে ডিএমপি কার্যালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করে। বাধা পেয়ে কার্জন হলের দিক দিয়ে ডিএমপি কার্যালয় অভিমুখে যাওয়ার চেষ্টা করে তারপর।