গাজার অসহায় যুদ্ধবিদ্ধস্থ মানুষের সাহাযার্থে চ্যারিটি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করেছে সাসেক্স এর বেঙ্গল ক্যাটারিং সাপ্লাইয়ার্স। টুর্নামেন্টে বৃহত্তর সাসেক্স ও হ্যামশায়ার এলাকার প্রায় ২০টি দল অংশ নেয়। ২০অক্টোবর ওয়ার্দিং লেজার সেন্টারের সারাদিনব্যাপি আয়োজিত এ টুর্নামেন্ট থেকে প্রাপ্ত সম্পূর্ন অর্থ গাজার মানুষের সাহায্যে পাঠানো হবে।