পিয়াস করিমের দাফন সম্পন্ন>>
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিমের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে বনানীর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে তার দ্বিতীয় জানাজা বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয়।
এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, জামায়াতের কেন্দ্রীয় নেতা সেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন, বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাউদ্দিন আহমেদ।