Ami Tomar Sathe Ekla Hote Chai ~ POROMA

Dyutiman 1804 2014-08-15

Views 20

"Look at the sky. We are not alone. The whole universe is friendly to us and conspires only to give the best to those who dream and work".


Song : Ami tomar sathe ekla hote chai

Singer : Parama Banerjee

"NO COPYRIGHT INTENDED".

Lyrics:-

আমি তোমার সাথে একলা হতে চাই !
তোমায় ছুঁয়ে স্বপ্ন, সেই স্বপ্নে ভেজা রং,
রঙের নেশা গন্ধে, ভালবাসায় নতুন হতে চাই . .!!
আলো আর নির্জনতায় তোমার সাথে একলা হতে চাই।
আমি তোমার সাথে একলা হতে চাই . .
আমি তোমার সাথে একলা হতে চাই


শরীর যেন জানলা, সেই জানলা জুড়ে আকাশ
আকাশ ভেঙে বৃষ্টি, বৃষ্টিতে ডুবে যাই
উষ্ণ আবেশে ধন্য শুধু ভালবাসারই জন্য


আমি নিজের কাছে অন্য হতে চাই
আমি তোমায় ছুঁয়ে একলা হতে চাই
তোমার সাথে একলা হতে চাই
তোমায় ছুঁয়ে স্বপ্ন, সেই স্বপ্নে ভেজা রং
রঙের নেশা গন্ধে, ভালবাসায় নতুন হতে চাই
আলো আর নির্জনতায় তোমার সাথে একলা হতে চাই !
আমি তোমার সাথে একলা হতে চাই !


মেঘের চোখে জ্যোত্স্না , সেই জ্যোত্স্না ঝোড়ো বাতাস,
বাতাস ভেঙে রোদ্দুর, রোদ্দুরে ভিজে যাই !
ডাকছে মায়ার অন্য শুধু একটু ছোঁয়ার-ই জন্য
আমি তোমার কাছে অন্য হতে চাই,
আমি তোমায় ছুঁয়ে অন্য হতে চাই !
আমি তোমার সাথে একলা হতে চাই


আমি তোমার সাথে একলা হতে চাই
তোমায় ছুঁয়ে স্বপ্ন, সেই স্বপ্নে ভেজা রং,
রঙের নেশা গন্ধে, ভালবাসায় নতুন হতে চাই
আলো আর নির্জনতায় তোমার সাথে একলা হতে চাই।
আমি তোমার সাথে একলা হতে চাই !

::::

Share This Video


Download

  
Report form