বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বৈঠককে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছবিতে দেখলাম লাল শাড়ি পরে বধূ কাকার সঙ্গে কথা বলছেন। জানি না তিনি রজনীগন্ধা নিয়ে গিয়েছিলেন কিনা। এক সময় তো এমন তাড়া খেয়েছিলেন যে, রেললাইনের তলা দিয়ে পালাতে হয়েছিল। তখন তিনি বলেছিলেন, আমি একগুচ্ছ রজনীগন্ধা নিয়ে চলে গেলাম। আজ দেখি দু’জনে বসে কুজনে কী কথা বলে।
গতকাল ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চে দেয়া ভাষণের তাত্পর্য তুলে ধরেন। তবে তার বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়েই ছিল বিএনপির নেতা খালেদা জিয়ার সমালোচনা। প্রায় আধঘণ্টা ধরে দেয়া বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ’ গড়ে তোলার ওয়াদা করেন।
খালেদা জিয়াকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, যিনি ১৫ দিনে ঘর থেকে বের হন না তিনি নির্বাচনের আগে ঘন ঘন রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন। আমাদের নামে নালিশ করেন। নালিশ করে কী পেয়েছেন। নালিশ করে বালিশ পেয়েছেন।