৭২ বছর বয়সে এসএসসি পাশ

Rezowan 2014-02-12

Views 19

09-08-2013
72 goes 17 PKG
প্রবল ইচ্ছা শক্তির আর অধ্যাবসায়ের জোরে কোন কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি ঝিনাইদহের আব্দুল গফুরের। ৭২ বছর বয়সে এসএসসি পাশ করে তিনি প্রমান করলেন শিক্ষার নেই কোন বয়স। অসম বয়সে লেখা-পড়া করতে গিয়ে নিজের পরিবার ও পাড়া-প্রতিবেশীর কাছে হতে হয় লাঞ্ছিত। তবুও এসব ঘটনাকে তুচ্ছ মনে করে লেখাপড়া চালিয়ে এবার এসএসসি পরীক্ষায় বি-গ্রেড এ উত্তীর্ণ হন।
সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম রতন হাট। এই গ্রামেই বাস করেন ৭২ বছর বয়সী আব্দুল গফুর। এবার উপজেলার লাউদিয়া আলিম মাদ্রাসা থেকে এসএসসি সমমানের দাখিল পরীক্ষায় পাশ করেন তিনি।
অনেকটা প্রয়োজনের তাগিদেই লেখাপড়া শুরু করেন আব্দুল গফুর। বিদেশে থাকা তার মেজো ছেলে চিঠি পাঠালে তা পড়ে দেয়া মত কেউ ছিল না। দিলেও বিরক্তবোধ বা অবজ্ঞা কাজ করত। তাই বাড়ির পাশের মাদ্রাসা শিক্ষকের সহয়তায় শুরু করেন পড়াশোনা। এরপর ২০০৫ সালে ৩য় শ্রেণীতে ভর্তি হন তিনি। ২০১২তে দাখিল পরীক্ষায় অংশ নিলেও বাংলায় পাশ না করায় আবার অধ্যাবসায়ের জোরে ২০১৩তে পাশ করেন তিনি।
প্রথমে পরিবারের লোকজনের সহায়তা না পেলেও পাশ করার পর সবাই খুশি।
মাদ্রাসায় পড়ার সময় অসম বয়সের শিক্ষার্থীদের সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধু সুলভ। মাদ্রাসা শিক্ষক জানান, ইচ্ছাশক্তির বলেই বয়সের জটিলতা পেরিয়ে সে মাধ্যমিক পাশ করেছে।
আগামীতে এইচএসসি পাশের ইচ্ছা নিয়ে আব্দুল গফুর ভর্তি হয়েছেন কলেজে।

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS